নয়াদিল্লি: প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ৯২তম জন্মবার্ষিকীতে তাঁকে অভিনবভাবে শ্রদ্ধা জানাল গুগল।


সাহিত্যে তাঁর বিশেষ অবদান এবং বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের জন্য তাঁর ভাবনাকে মাথায় রেখেই এই ডুডলের নকশা তৈরি করা হয়েছে।


নিজের জীবনকালে ১০০টির বেশি উপন্যাস ও ছোট গল্প লিখেছেন মহাশ্বেতা দেবী। লেখায় তিনি মূলত সামাজিক বিষয়বস্তু ও সাধারণ মানুষ প্রাধান্য দিয়েছেন।


পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে ‘হাজার চুরাশির মা’, ‘রুদালি’, ‘ঝাঁসির রানী’ উল্লেখযোগ্য।


১৯২৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মহাশ্বেতা দেবী। বাবা মণীশ ঘটক খ্যাতনামা কবি ছিলেন। মা ধরিত্রীদেবী লেখিকা ও সমাজসেবী ছিলেন।


ফলে, শৈশব থেকেই সাহিত্য ও রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন মহাশ্বেতা দেবী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হন মহাশ্বেতা দেবী। পরে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।


১৯৭৯ সালে ‘অরণ্যের অধিকার’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান তিনি। ১৯৯৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার এবং পরের বছর রামন ম্যাগসাসে পুরস্কার পান তিনি। ২০০৯ সালে, ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের জন্যও তাঁর নাম বাছাই-তালিকায় ছিল।


সাহিত্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপজাতি সম্প্রদায়ের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন মহাশ্বেতা দেবী। নন্দীগ্রাম আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।


১৯৮৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষীত হন মহাশ্বেতা দেবী। ২০০৬ সালে পান পদ্বভূষণ এবং ২০১১ সালে পদ্মবিভূষণ। ২০১৬ সালে তাঁর মৃত্যু হয়।