স্মার্টফোনে থাকা কনটাক্ট লিস্টের নম্বর থেকেই সরাসরি ভিডিও চ্যাট করা যাবে ডুয়োর মাধ্যমে। তবে এতে একবারে একজনের সঙ্গেই ভিডিও চ্যাট করা যাবে। প্রয়োজন নেই গুগল্ অ্যাকাউন্টে যাওয়ার। দ্রুত যোগাযোগের আরও একটি ডিজিট্যাল প্ল্যাটফর্ম খুলে দিল গুগল্।
নয়া ভিডিও চ্যাট অ্যাপ আনতে চলেছে গুগল্
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2016 02:09 AM (IST)
নয়াদিল্লি: ফের নয়া ভিডিও চ্যাট অ্যাপলিকেশন আনতে চলেছে গুগল্। অ্যাপলিকেশনটির নাম 'ডুয়ো'। যা কিনা হতে পারে স্কাইপের মতো ভিডিও চ্যাট অ্যাপের প্রতিপক্ষ। তবে শুধুমাত্র গুগল্-এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং অ্যাপেলের আইওএস-এই ব্যবহার করা যাবে এই অ্যাপ। ওয়াইফাই এবং সেলুলার নেটওয়ার্ক দুইয়েই চলবে এটি। যদি ওয়াইফাইয়ের কানেকশন ঠিকমতো না চলে তখন নিজে থেকেই ভিডিও বন্ধ হয়ে গিয়ে সেলুলার নেটওয়ার্কে অডিও সিস্টেম চালু হয়ে যাবে।
স্মার্টফোনে থাকা কনটাক্ট লিস্টের নম্বর থেকেই সরাসরি ভিডিও চ্যাট করা যাবে ডুয়োর মাধ্যমে। তবে এতে একবারে একজনের সঙ্গেই ভিডিও চ্যাট করা যাবে। প্রয়োজন নেই গুগল্ অ্যাকাউন্টে যাওয়ার। দ্রুত যোগাযোগের আরও একটি ডিজিট্যাল প্ল্যাটফর্ম খুলে দিল গুগল্।
স্মার্টফোনে থাকা কনটাক্ট লিস্টের নম্বর থেকেই সরাসরি ভিডিও চ্যাট করা যাবে ডুয়োর মাধ্যমে। তবে এতে একবারে একজনের সঙ্গেই ভিডিও চ্যাট করা যাবে। প্রয়োজন নেই গুগল্ অ্যাকাউন্টে যাওয়ার। দ্রুত যোগাযোগের আরও একটি ডিজিট্যাল প্ল্যাটফর্ম খুলে দিল গুগল্।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -