কানপুর: ১১ বছরের এক বালককে খুনের অভিযোগে গত বছর গ্রেফতার হন কানপুরের কলেজ ছাত্র জয় প্রতাপ সিংহ। অবশেষে গুগলের সাহায্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন তিনি। আদালত মুক্তি দিয়েছে তাঁকে।

গত বছর ২০ অগাস্ট নিখোঁজ হয়ে যায় রেহান নামে এক বালক। ঘণ্টাদুয়েক পর রাত সাড়ে আটটা নাগাদ পাওয়া যায় তার গলাকাটা দেহ। এই ঘটনায় বায়ুসেনা অফিসারের ছেলে জয় প্রতাপকে গ্রেফতার করে পুলিশ।

কিন্তু জয় দাবি করেন, খুনের সঙ্গে তাঁর কোনও যোগ নেই, ঘটনার সময় অনলাইনে অ্যানিমেশনের কাজ করছিলেন তিনি। তাঁর বাবা মা ছেলের সে সময়ের অবস্থান, অনলাইনে কাজের সময় ও যে সব ওয়েবসাইটে তিনি ঘুরেছিলেন তার যাবতীয় তথ্য আদালতের হাতে তুলে দেন। গুগলে ছেলের অনলাইন হিস্ট্রিও জোগাড় করে আদালতে জমা দেন তাঁরা।

পুলিশের দাবি ছিল, খুন করেছেন জয়ই। কিন্তু বাজ সাধে গুগল। তাদের রিপোর্ট বলে ঘটনার দিন বিকেল চারটে থেকে এগারোটা পর্যন্ত জয়ের আইপি অ্যাড্রেস ব্যস্ত ছিল। এ সময় বেশ কিছু ওয়েবসাইট দেখেন তিনি। ওদিকে পুলিশ জানিয়েছিল, খুন হয়েছে সন্ধে ছটা নাগাদ। জয়ের আইনজীবী বলেন, জনৈক সাব ইন্সপেক্টর ইচ্ছে করে তাঁর মক্কেলকে এই খুনের মামলায় ফাঁসানোর চেষ্টা কছেন। জয়ের বাবার নামেও এর আগে মিথ্যে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তের পর সেই অভিযোগ ভুয়ো প্রমাণিত হয়। তখনই ওই সাব ইন্সপেক্টর জয়ের বাবাকে হুমকি দেন, এর ফল ভোগ করতে হবে।

ওই সাব ইন্সপেক্টরই জয়ের নাম খুনের মামলায় ঢুকিয়েছেন বলে দাবি করেন আইনজীবী। এরপরই আদালত জয়কে মুক্ত করার রায় দেয়। পাশাপাশি তদন্তের নির্দেশ দেয় অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে।