নয়াদিল্লি: চিকুনগুনিয়া ইতিমধ্যেই কেড়ে নিয়েছে দশের বেশি প্রাণ। কিন্তু গোঁ ধরে রয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁর এখনও দাবি, এই রোগে মৃত্যু হয় না, শুধু শুধু ঘাবড়ে গিয়ে হইচই পাকাচ্ছেন দিল্লিবাসী।

‘আম আদমি’ স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, এ তাঁর নিজের কথা নয়, গুগলও নাকি বলছে এমনটাই। দিল্লির মানুষের উচিত, খামোখা ভয় না পেয়ে আগে থেকে সাবধান হওয়া। যদি চিকিৎসকরা বলেন, চিকুনগুনিয়ার লক্ষণ রয়েছে, শুধু তখনই হাসপাতালমুখো হওয়া উচিত।

তা ছাড়া শুধু দিল্লিতেই এভাবে চিকুনগুনিয়া দেখা দেওয়ায় রহস্যেরও বিলক্ষণ গন্ধ পাচ্ছেন সত্যেন্দ্র জৈন। তাঁর প্রশ্ন, গোটা দুনিয়ায় তো চিকুনগুনিয়া হচ্ছে না। শুধু দিল্লির কয়েকটা নির্দিষ্ট হাসপাতালেই বা হচ্ছে কেন। তিনি খবর নিয়ে নাকি জেনেছেন, মৃতদের বেশিরভাগ বয়স্ক মানুষ, তাঁরা ভুগছিলেন অন্য নানা রোগে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, দিল্লির এই সঙ্কট সামলাতে পুরোপুরি তৈরি কেন্দ্র। ওষুধ, চিকিৎসক বা চিকিৎসাগত পরিষেবার অভাব সম্পর্কে কোনও অভিযোগ আসেনি। তিনি জানিয়েছেন, দিল্লি থেকে চিকুনগুনিয়ার খবর এলেও পশ্চিমবঙ্গ, ওড়িশা ও কর্নাটক থেকে ডেঙ্গি রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন ম্যালেরিয়াতেও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।