নয়াদিল্লি: বিরোধীরা, বিশেষত, বিজেপি নেতারা তাঁকে 'পাপ্পু' বলেন। তিনি রাজনীতিতে নেহাতই ছেলেমানুষ, এটা বোঝাতেই রাহুল গাঁধী সম্পর্কে এমন বিশেষণ ব্যবহার করেন তাঁরা। কিন্তু গুগলের মতো সার্চ ইঞ্জিনেরও কি কংগ্রেস সভাপতি সম্পর্কে এমনই ধারণা? কেননা আপনি গুগলে পাপ্পু লিখে সার্চ মেরে খোঁজখবর করতে গেলে রাহুল সংক্রান্ত তথ্য বেরিয়ে আসছে। প্রথম রেজাল্টে বলা হচ্ছে পাপ্পু (রাহুল গাঁধী) একটি ছেলের নাম, যা ভারতের কয়েকটি এলাকায় দেওয়া হয়। দেখানো হচ্ছে একটি উইকিপিডিয়া পেজ যাতে রাহুলের উল্লেখ নেই, শুধু বলা হয়েছে, পাপ্পু একটি ছেলেদের নাম.....। আবার পাপ্পু শব্দের ইমেজ সার্চ করলে দেখানো হচ্ছে রাহুলের ছবি। পাপ্পুর বয়স কত জানতে চেয়ে সার্চ দিলেও রাহুলের উইকিপিডিয়া প্রোফাইল দেখানো হচ্ছে। গুগলের এহেন বিভ্রাট এই প্রথম নয়। গত মাসে গুগলে 'ভারতের প্রথম প্রধানমন্ত্রী' বলে সার্চ দিলে দেখানো হচ্ছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এ নিয়ে শোরগোল হওয়ায় অবশেষে ভুল সংশোধন করে নেয় বিশ্বব্যাপী জনপ্রিয় সার্চ ইঞ্জিন।