শহরের আকর্ষণীয় গন্তব্য খুঁজে দিতে আরও 'আপডেটেড' গুগল্ ম্যাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2016 04:49 AM (IST)
নয়াদিল্লি: অচেনা শহর, অপরিচিত এলাকায় গন্তব্য চিনে নেওয়া এখন আর কঠিন কিছু বিষয় নয়। সবসময়ের পথ চিনিয়ে দেওয়ার সঙ্গী গুগল ম্যাপ তো রয়েছেই। ব্যবহারকারীদের সুবিধার্থে এবার আরও সহজ এবং স্পষ্টভাবে পথ চিনিয়ে দিতে ম্যাপে বেশ কিছু আপডেট আনার কথা ঘোষণা করেছে সংস্থা। ভিস্যুয়ালের পরিবর্তন করছে তারা। ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, আইওএস-এ এই পরিবর্তন দেখা যাবে। আরও স্বচ্ছ পরিস্কার রাস্তার বর্ণনার জন্য অপ্রয়োজনীয় কিছু জিনিস ম্যাপ থেকে সরিয়ে দিয়েছে গুগল। যেমন রোড ট্রাফিক আউটলাইনস্ প্রভৃতি। রাস্তার নাম, বিশেষ বিশেষ জায়গা, ট্রানজিট স্টেশন এগুলিকে ম্যাপে আরও বেশি হাইলাইট করে দেখানো হবে। যাতে সহজেই গন্তব্য খুঁজে পাওয়া যায়। সহজে যাতে পার্থক্য করা যায়, তাই নতুন ম্যাপে রঙেরও বেশকিছু পরিবর্তন করা হয়েছে। কোনগুলো মানুষের তৈরি এবং কোনগুলো প্রকৃতির তা পৃথক রঙে বোঝানো হবে। সহজে খুঁজে পেতে পৃথক রঙে দেখানো হবে হাসপাতাল, স্কুল, হাইওয়ে, প্রভৃতিও। শহরের আকর্ষণীয় জায়গাগুলি খুঁজে দিতেও সাহায্য করবে গুগল্ ম্যাপ। নতুন ম্যাপে সেইসব জায়গাগুলি কমলা রং দিয়ে দেখানো হবে। সমীক্ষায় দেখা গিয়েছে সবথেকে বেশি আকর্ষণীয় জায়গাগুলি হল রেস্তোরাঁ, বার, এবং দোকান, শপিং মল।