নয়াদিল্লি: অনলাইন জায়েন্ট গুগলে গিয়ে সার্চ করুন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম। তথ্য দেখাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। তাঁল দল, প্রধানমন্ত্রীত্বকাল, সব তথ্যই ঠিক। শুধু ছবির জায়গায় গিয়ে নেহরুর বদলে পাবেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। আর সেই ভুল ধরা পড়তেই কথা শোনাতে ছাড়েননি নেটিজেনরা।

 

গুগলে গিয়ে কেউ যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী টাইপ করেন, তাহলে সেখানে একটি উইকিপিডিয়া লিঙ্ক আসবে। তারপর নেহরুর নাম এবং বর্ণনা আসবে। কিন্তু নেহরুর নামের পাশে মোদীর ছবি জ্বলজ্বল করছে গুগলে।

বুধবারই গুগলের এই ভুল নেটিজেনদের নজরে আসে। দেখুন বেশ কয়েকজন টুইটারাইদের প্রতিক্রিয়া