নয়াদিল্লি: বেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন গোপালকৃষ্ণ গাঁধীর। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী বেঙ্কাইয়ার কাছে ভাল ভোটের ব্যবধানে আজ হারতে হয়েছে বিরোধী শিবিরের প্রার্থী গোপালকৃষ্ণকে।
মোট ৭৭১টি ভোট পড়েছে। বেঙ্কাইয়া ও তিনি পেয়েছেন যথাক্রমে ৫১৬ ও ২৪৪টি ভোট। ১১টি ভোট অবৈধ বলে বাতিল হয়। সংসদের দুই কক্ষ মিলিয়ে ৭৮৫ জন সাংসদের মধ্যে ১৪ জন নানা কারণে ভোট দিতে পারেননি।


শাসক শিবিরের প্রার্থীকে জয়ের জন্য শুভেচ্ছাবার্তায় পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জানান, দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করছেন তিনি। তবে একইসঙ্গে গোপালকৃষ্ণের অভিমত, তিনি যে ভোট পেয়েছেন, তা স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের অধিকারের দাবিকেই তুলে ধরছে।

তাঁকে সমর্থন করা সাংসদ ও দলগুলিকে ধন্যবাদ জানিয়ে গোপালকৃষ্ণ বলেন, তাঁরা জাতির মঙ্গলের কথা ভেবেই ভোট দিয়েছেন তাঁকে। তিনি প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেয়েছেন বলেও মন্তব্য করেন মহাত্মা গাঁধীর পৌত্র।

জানান, যে সাংসদরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁরা স্বাধীন মতপ্রকাশ, মুক্ত চিন্তার অধিকার, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতা রক্ষার দায়বদ্ধতাকেই তুলে ধরেছেন।
তিনি বলেন, আজকের নির্বাচনে দুটি জয় উঠে এল। একটি বেঙ্কাইয়া নাইডুর জয়, অপরটি অবাধ মতপ্রকাশের জয়। দ্বিতীয় জয়টি ভারতের সব মানুষের।