গোরক্ষপুর: গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শেষ তিন দিনে এনসেফ্যালাইটিসের শিকার আরও ৩৪টি শিশু। এরা বেশিরভাগই জাপানি এনসেফ্যালাইটিস ও অ্যাকিউট এনসেফ্যালাইটিসের শিকার।
মৃত শিশুদের সিংহভাগ সদ্যজাত, এরা চিকিৎসাধীন ছিল নিওনাটাল আইসিইউ ও এনসেফ্যালাইটিস ওয়ার্ডে। এই দুই ওয়ার্ডেই মৃতের সংখ্যা সবথেকে বেশি।
বিআরডি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পি কে সিংহ বলেছেন, সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ২৪টি শিশু মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৯ জন এনআইসিইউ-তে ছিল, ৫ জন এনসেফ্যালাইটিস ওয়ার্ডে। একইভাবে মঙ্গলবার বিকেল ৫টা থেকে গতকাল বিকেল ৫টা পর্যন্ত মারা গিয়েছে আরও ১০ জন। ৭ জন ছিল এনআইসিইউ-তে ও ৩ জন এনসেফ্যালাইটিস ওয়ার্ডে।
বিল না চোকানোয় ১০ তারিখ এই হাসপাতালে বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। ১০-১১ তারিখের মধ্যে ৩৬টি শিশুর মৃত্যু হয়।
গোরক্ষপুরের সেই হাসপাতালে অব্যাহত মৃত্যু মিছিল, এনসেফ্যালাইটিসে মৃত আরও ৩৪ শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2017 08:21 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -