গোরক্ষপুরের হাসপাতালে শিশুমৃত্যু: চিকিৎসক কাফিল খান সহ সাতজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
Web Desk, ABP Ananda | 01 Sep 2017 11:14 PM (IST)
গোরক্ষপুর: গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় এইস ওয়ার্ডের প্রধান চিকিৎসক কাফিল আহমেদ খান সহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি, ৩০৮ ও ৪২০, দুর্নীতি দমন শাখার ৭/১৩ এবং ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের ১৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিআরডি মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাজীব মিশ্র ও তাঁর স্ত্রী পুর্ণিমা শুক্লকে গ্রেফতার করে এসটিএফ। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হয়। তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গত ২৪ অগাস্ট কাফিলদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর থেকেই তাঁরা পলাতক। গোরক্ষপুর পুলিশের আবেদনের ভিত্তিতে কাফিলদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।