গোরক্ষপুর ও নয়াদিল্লি: গোরক্ষপুরের হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় নোটিস পাঠিয়ে আদিত্যনাথ প্রশাসনের থেকে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।


এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য প্রশাসনের সার্বিক ‘দায়িত্বজ্ঞানহীনতা’ প্রকট হয়েছে উল্লেখ করে কমিশন জানিয়েছে, রাজ্যের উচিত এর জবাব দেওয়া। এই মর্মে, নিহত শিশুদের পরিবারের ক্ষতিপূরণ ও ত্রাণ সংক্রান্ত কী ভাবনাচিন্তা নেওয়া হচ্ছে, তাও সবিস্তারে জানতে চেয়েছে কমিশন।


গত ৭ অগস্ট থেকে সরকার পরিচালিত বিআরডি হাসপাতালে ৬৩ শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ, বেশিরভাগ শিশুর মৃত্যুই অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার ফলেই হয়েছে। যদিও, উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, অক্সিজেনের সরবরাহ বন্ধ হওয়ার ফলে নয়, মূলত জাপানি এনসেফ্যালাইটিসেই মৃত্যু হয়েছে শিশুদের।


যদিও, এই যুক্তি মানতে নারাজ কমিশন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত রিপোর্টকে হাতিয়ার করে কমিশন ইঙ্গিত দিয়েছে, অক্সিজেনের অভাবেই এই মৃত্যু ঘটে থাকতে পারে।