নয়াদিল্লি: উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় চিকিৎসক কাফিল খানকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশ এসটিএফ আজ সকালে গ্রেফতার করেছে তাঁকে।
গত মাসের শুরুতে বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর মিছিল শুরু হলে হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বে থাকা এই কাফিল খান অন্যান্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেন। কিন্তু পরে অভিযোগ ওঠে, বিআরডি হাসপাতাল থেকেই অক্সিজেন সিলিন্ডার চুরি করে তিনি নিজের প্রাইভেট ব্যবসা চালাচ্ছিলেন। এরপর তাঁকে সরিয়ে দেওয়া হয় হাসপাতালের যাবতীয় দায়িত্ব থেকে।
গতকাল গোরক্ষপুরের একটি আদালত কাফিল সহ ৭ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কাফিলের বিরুদ্ধে অভিযোগ, বিআরডি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ রাজীব মিশ্র, তাঁর স্ত্রী পূর্ণিমা মিশ্র ও কাফিল নিজে হাসপাতালে ভর্তি ৬৮ জনের মৃত্যুর জন্য দায়ী। গতকালই ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে রাজীব ও তাঁর চিকিৎসক স্ত্রী পূর্ণিমাকে।
কাফিল ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অ্যানাস্থেসিস্ট চিকিৎসক সতীশ, ফার্মাসিস্ট গজানন জয়সওয়াল, অ্যাকাউন্ট্যান্ট সুধীর পান্ডে, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সঞ্জয় ত্রিপাঠী ও হাসপাতালে অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকা উদয়প্রতাপ সিংহ ও মণীশ ভাণ্ডারীর বিরুদ্ধে।
গোরক্ষপুর ট্র্যাজেডি: চিকিৎসক কাফিল খানকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এসটিএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2017 10:32 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -