নয়াদিল্লি: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী।


গতকাল দাভোসে বক্তৃতার পরপরই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সভাপতি। আজ ফের ট্যুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গাঁধী। তিনি লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, সুইৎজারল্যান্ড সফর শেষ করার জন্য আপনাকে অভিনন্দন। কালো টাকা নিয়ে আপনার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছি। আপনি আপনার বিমানে কোনও কালো টাকা ফিরিয়ে আনছেন কিনা তা জানতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে দেশের যুবকরা।


https://twitter.com/OfficeOfRG/status/956146286226386945

এর আগে গতকাল অক্সফাম রিপোর্টকে হাতিয়ার করে প্রধাননমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সভাপতি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, সুইৎজারল্যান্ডে স্বাগত। দয়া করে দাভোসে বলবেন, কেন দেশের ১ শতাংশ মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৩ শতাংশ থাকবে? এর জন্য আমি ওই রিপোর্টের একটি কপিও জুড়ে দিচ্ছি, যাতে আপনার সুবিধে হয়।


https://twitter.com/OfficeOfRG/status/955764855289536512