নয়াদিল্লি: মহারাষ্ট্রে সরকার গঠনের টানাপোড়েনের জেরে বিজেপির সঙ্গে জোট ছিন্ন করেছে শিবসেনা। এজন্য শিবসেনাকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। উদ্ধব ঠাকরের দলকে কটাক্ষ করে গম্ভীর বলেছেন, মাত্র ৫৬ জন বিধায়ক নিয়ে তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ পেতে পারে না।
প্রাক্তন ক্রিকেটার বলেছেন, মহারাষ্ট্রের মানুষ এনডিএ জোটের পক্ষে জনাদেশ দিয়েছিলেন। তাই এটা সে রাজ্যের মানুষের পক্ষে একেবারেই ন্যায়সঙ্গত নয়। ৫৬ জন বিধায়ক নিয়ে শিবসেনা মুখ্যমন্ত্রী পদের দাবিদার হতে পারেন না। সম্ভবত, এখন তাদের সবচেয়ে বড় সমালোচকদের সমর্থন নিতে হবে। এমনটা হলে তা শিবসেনার কফিনে শেষ পেরেক পোঁতার সামিল হবে।
গম্ভীর বলেছেন, এরফলে মহারাষ্ট্রে বিজেপি আরও শক্তিশালী হবে। ফড়ণবীশ গত পাঁচ বছরে দারুণ কাজ করেছেন এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল। এখন তারা (শিবসেনা) যে কোনও মূল্যে ক্ষমতা দখল করতে চাইছে।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পায়। বিজেপি জেতে ১০৫ আসনে। শিবসেনা ৫৬ আসনে।
বিজেপি সরকার গঠনে ব্যর্থ হওয়ায় রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি শিবসেনাকে সরকার গঠনের আগ্রহ দেখাতে বলেন। এনসিপি ও কংগ্রেস শিবসেনাকে সরকার গঠনে সমর্থন দিতে পারে বলে জল্পনা চলছে।
এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, তিন দলের মধ্যে একটি অভিন্ন ন্যুনতম কর্মসূচী নিয়ে আলোচনা চলছে।
এনসিপি-কংগ্রেসের সমর্থন নিলে শিবসেনার কফিনে শেষ পেরেক পোঁতার সামিল হবে,বললেন গম্ভীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Nov 2019 08:19 PM (IST)
মহারাষ্ট্রে সরকার গঠনের টানাপোড়েনের জেরে বিজেপির সঙ্গে জোট ছিন্ন করেছে শিবসেনা। এজন্য শিবসেনাকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। উদ্ধব ঠাকরের দলকে কটাক্ষ করে গম্ভীর বলেছেন, মাত্র ৫৬ জন বিধায়ক নিয়ে তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ পেতে পারে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -