হায়দরাবাদ: করোনা ভাইরাস মোকাবিলায় তেলঙ্গানা সরকারের পাশে দাঁড়ালেন সরকারি কর্মী থেকে শুরু করে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার পরিবার, অভিনেতা নিতিন সহ অন্যান্য ব্যক্তিরা। সরকারি কর্মীরা দান করলেন একদিনের বেতন। তাঁদের যৌথ প্রয়াসে উঠল ৪৮ কোটি টাকা। মাইক্রোসফটের সিইও-র স্ত্রী অনুপমা বেনুগোপাল নাদেলা তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তাঁর বাবা প্রাক্তন আইএএস অফিসার কে আর বেনুগোপাল মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করে তাঁর হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন। নিতিন তেলঙ্গানার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও ১০ লক্ষ টাকার চেক দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুই রাজ্যের হাসপাতালেই প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য এই টাকা দিচ্ছেন।

রবিবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের দিনমজুরদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্য সাদা রেশন কার্ড যাঁদের আছে, তাঁদের একমাসের রেশন বিনামূল্যে দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তি ১২ কেজি করে চাল পাবেন। এছাড়া প্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রতিটি পরিবারকে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। এর জন্য ২,৪১৭ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে তেলঙ্গানা সরকারের পাশে দাঁড়ালেন সরকারি কর্মী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করার আগেই তেলঙ্গানায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করা হয়। প্রতিদিন সন্ধে সাতটা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কার্ফুও জারি করা হয়। সংক্রমণ রোখার লক্ষ্যেই এই কড়া ব্যবস্থা নেয় রাজ্য সরকার।