উন্নাও, কাঠুয়ায় নাবালিকা ধর্ষণ, খুনে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গত ২১ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এক অর্ডিন্যান্স অনুমোদন করেছে যাতে ১২-র কমবয়সি মেয়ের ধর্ষণে দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। সেই প্রেক্ষাপটেই আজ মান্ডলার রামনগরে জাতীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনে এ কথা বললেন মোদী। সরকার ধর্ষণ রুখতে ব্যবস্থা নিচ্ছে, তবে মেয়েদের বেশি সম্মান দিতে হবে, ছেলেদের আরও দায়িত্বশীল হতে শেখান, বললেন মোদী
Web Desk, ABP Ananda | 24 Apr 2018 05:51 PM (IST)
নয়াদিল্লি: সরকার ধর্ষণ রুখতে ব্যবস্থা নেবে, কিন্তু আপনাদেরও ছেলেদের আরও বেশি সচেতন করতে হবে। বাবা-মায়েদের পরামর্শ নরেন্দ্র মোদীর। মঙ্গলবার মধ্যপ্রদেশের মান্ডলায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্ষণ সংক্রান্ত অর্ডিন্যান্স জারির সাম্প্রতিক পদক্ষেপের মধ্যে এ ব্যাপারে তাঁর সরকারের সদিচ্ছা ফুটে উঠেছে বলে দাবি করেন। বলেন, শিবরাজজী (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী) অর্ডিন্যান্সে নাবালিকা ধর্ষণে মৃত্যুদণ্ডের বিষয়টি উল্লেখ করতেই দেখলাম এখানে সবাই উল্লাস প্রকাশ করলেন। দিল্লিতে যে সরকার আছে, তারা আপনাদের কথা শোনে, সেইমতো সিদ্ধান্ত নেয়। তাই দানবীয় আচরণ মোকাবিলায় কেন্দ্র মৃত্যুদণ্ডের সংস্থান রেখেছে। কিন্তু মেয়েদের নিরাপত্তার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে অভিমত জানিয়ে তিনি বলেন, সব পরিবারকে মেয়েদের আরও বেশি সম্মান, মর্যাদা দিতে হবে। ঘরের ছেলেদের আরও বেশি দায়িত্বশীল করে তুলতে হবে। এতে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা কঠিন ব্যাপার হবে না। এজন্য সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে আমাদের। বলেন, মেয়েদের সঙ্গে যে পশুর মতো আচরণ করবে, তাকে ফাঁসিতে লটকানো হবে।