নয়াদিল্লি: শেষ পর্যন্ত নানা মহলের আপত্তি সত্ত্বেও মেহবুবা মুফতির জম্মু ও কাশ্মীরে পবিত্র রমজান মাসে জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার প্রস্তাব মানল কেন্দ্র। সম্ভবত আগামী শুক্রবার রমজান মাসের সূচনা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর আস্থা অর্জনে রমজানের সময় সামরিক অভিযান বন্ধ রাখার প্রস্তাব দিলেও সেনা সহ বেশ কিছু মহল তার বিরোধিতা করেছে। কিন্তু কেন্দ্র মেহবুবার ভাবনায় সাড়া দিয়েই আজ শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করল জম্মু ও কাশ্মীরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক মুখপাত্র বলেন, রাজ্যের শান্তিপ্রিয় মানুষজন যাতে নির্বিঘ্নে রমজান পালন করতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কেন্দ্রের সিদ্ধান্ত মেহবুবাকে জানিয়েছেন।










কেন্দ্রের মুখপাত্রটি বলেন, নির্বিচার হিংসা ও সন্ত্রাস ছড়িয়ে যারা ইসলামের বদনাম করে, তাদের বিচ্ছিন্ন করা জরুরি। সরকার আশা করে, সকলে এই উদ্যোগের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, মুসলিম ভাই, বোনেদের কোনও ঝামেলা-ঝঞ্ঝাট ছাড়াই শান্তিতে রমজান পালনে সাহায্য করবে।
পাশাপাশি তিনি এও জানান, যুদ্ধবিরতি পালন করলেও আক্রান্ত হলে বা নিরপরাধ মানুষের জীবন রক্ষায় একান্ত প্রয়োজন দেখা দিলে নিরাপত্তাবাহিনীর সামনে পাল্টা আঘাত হানার রাস্তা খোলা থাকবে।
মেহবুবা কেন্দ্রের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। রমজানের যুদ্ধবিরতির ঘোষণাকে সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দিতে চাই নরেন্দ্র মোদীজী ও রাজনাথ সিংজিকে, তাঁরা ব্যক্তিগত হস্তক্ষেপ করেছেন বলে। সর্বদল বৈঠকে যোগ দিয়ে এই পদক্ষেপ গ্রহণে ঐকমত্য গড়তে সাহায্য করা সব নেতা, দলকেও আমার কৃতজ্ঞতা জানাই।




প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার ট্যুইট, সন্ত্রাসবাদীরা যুদ্ধবিরতির উদ্যোগে ইতিবাচক সাড়া দিতে না পারলে 'জনগণের শত্রু' বলে উন্মোচিত হবে রাজ্যবাসীর সামনে।