নয়াদিল্লি: ১ মে থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সব ভিআইপি-র গাড়িতে লালবাতির ব্যবহার নিষিদ্ধ হয়ে যাচ্ছে। শুধু জরুরি পরিষেবাগুলির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। দমকল, পুলিশ, সেনাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্সে নীলবাতি ব্যবহার করা যাবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।


কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতীন গড়করি বলেছেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ১ মে থেকে জরুরি পরিষেবা ছাড়া সব গাড়িতে লালবাতি নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ট্যুইট করে নিজের গাড়ি থেকে লালবাতি সরিয়ে দেওয়ার ছবি দিয়েছেন গড়করি।

২০১৩ সালে সুপ্রিম কোর্ট বলেছিল, মন্ত্রী ও সরকারি আধিকারিকদের গাড়িতে লালবাতির ব্যবহার হাস্যকর। ক্ষমতা প্রদর্শনের জন্যই লালবাতির ব্যবহার করা হয়। লালবাতির ব্যবহার বন্ধ করা উচিত। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ তাঁদের সরকারি গাড়িতে লালবাতির ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরেই কেন্দ্রও একই সিদ্ধান্তের কথা জানাল। শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী বা সরকারি আধিকারিকই নয়, উপ-রাষ্টপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যগুলির অন্যান্য মন্ত্রী, আমলা এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের গাড়িতেও লালবাতি ব্যবহার করা যাবে না।