নয়াদিল্লি: ভারতীয় নৌবাহিনীর জন্য ১১১টি ইউটিলিটি হেলিকপ্টারের বিষয়ে অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য খরচ হবে ২১,৭৩৮ কোটি টাকা। ৯৫টি হেলিকপ্টার ভারতেই তৈরি করা হবে এবং ১৬টি বিদেশ থেকে আনা হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, নৌবাহিনী শীঘ্রই সামরিক হেলিকপ্টার তৈরির জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রস্তাব চাইবে। কোনও একটি বিদেশি সংস্থাকে চিহ্নিত করে সেটির সঙ্গে একটি ভারতীয় সংস্থার যৌথ উদ্যোগে হেলিকপ্টারগুলি তৈরি করা হবে।


এ বছরের মে মাসে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ভারতের প্রতিরক্ষা শিল্পকে উন্নত করার লক্ষ্যে নির্বাচিত বেসরকারি সংস্থাগুলিকে বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ডুবোজাহাজ, যুদ্ধজাহাজ তৈরির বরাত দেওয়া হবে। সেই পরিকল্পনা অনুযায়ীই হেলিকপ্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এক বৈঠকে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন।