নয়াদিল্লি: কেন্দ্রের এনডিএ সরকার বলে জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে তাঁর প্রথম ভাষণে কোবিন্দ সংখ্যালঘুদের শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়নে সরকার 'গভীর' প্রয়াস চালাচ্ছে বলেও দাবি করেন।
পাশাপাশি তিনি বলেন, সরকার দেশের আড়াই কোটি দৈহিক প্রতিবন্ধকতায় আক্রান্ত মানুষের ক্ষমতায়নে, তাদের অর্থনীতির মূলস্রোতে সামিল করতেও চূড়ান্ত সংবেদনশীলতার সঙ্গে ক্রমাগত কাজ করে চলেছে।
পুরুষ অভিভাবক ছাড়াই ৪৫ বছরের বেশি মুসলিম মহিলাদের হজে যেতে দেওয়ার ব্যাপারে সরকারের উদ্যোগেরও উল্লেখ করেন তিনি। এ বছর ১৩০০ বেশি মহিলা মেহরাম বা পুরুষ অভিভাবক সঙ্গে না নিয়েই হজ করতে যাবেন।
মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি ও জৈন-এই ৬টি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের 'শিখো ঔর কামাও', 'উস্তাদ', 'গরিব নওয়াজ কৌশল বিকাশ যোজনা', 'নঈ রোশনি' প্রভৃতি কর্মসূচিতে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, গত এক বছরে স্কলারশিপ, ফেলোশিপ, স্কিল বা দক্ষতা বাড়ানো, কোচিং স্কিমের মাধ্যমে ৪৫ লক্ষের বেশি পড়ুয়া উপকৃত হয়েছে।
তিনি জানান, সরকার প্রতিবন্ধী মানুষদের অধিকার আইন, ২০১৬ চালু করেছে। শারীরিক প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিতে ৪ ও উচ্চশিক্ষায় ৫ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
তোষণ নয়, ক্ষমতায়নে দায়বদ্ধ,সংখ্যালঘুদের শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়নে জোর প্রয়াস চালাচ্ছে কেন্দ্র, বললেন রাষ্ট্রপতি
Web Desk, ABP Ananda
Updated at:
29 Jan 2018 05:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -