নয়াদিল্লি: বিশ্ব ক্যান্সার দিবসে এই মারণ রোগের দ্রুত নির্ণয় ও সাধ্যের মধ্যে তার চিকিত্সা সুনিশ্চিত করতে তাঁর সরকার দায়বদ্ধ বলে জানালেন নরেন্দ্র মোদি। ক্যান্সারের ওপর গবেষণার প্রশংসা করেন তিনি। ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্ব ক্যান্সার দিবসে আগেভাগে ক্যান্সার চিহ্নিতকরণ ও সাধ্যের ভিতরে তার চিকিত্সায় আমাদের দায়বদ্ধতা পুনরায় প্রকাশ করছি। আয়ুষ্মান ভারতের (স্বাস্থ্য প্রকল্প) মতো উদ্যোগে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান ও ক্যান্সারমুক্ত জীবন সুনিশ্চিত করায় জোর গুরুত্ব দেওয়া হয়েছে। যাঁরা ক্যান্সারের সঙ্গে প্রবল সংগ্রাম চালিয়ে বেঁচে রয়েছেন, তাঁদের সকলের সাহসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। লেখেন, ওঁদের বিরাট প্রাণশক্তি লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে। যাঁরা ক্যান্সার চিকিত্সার নানা দিক নিয়ে গবেষণা করছেন, তাঁদেরও সাধুবাদ দিচ্ছি। ওঁদের প্রচেষ্টা আরও স্বাস্থ্যবান বিশ্ব সুনিশ্চিত করায় বিরাট ভূমিকা নেবে।