নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া প্রকাশের পর তৈরি হওয়া আশঙ্কা, অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে রাহুল গাঁধী বললেন, বিজেপি সরকার বিষয়টি কার্যকর করছে অত্যন্ত ধীর গতিতে, যার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। বহু ভারতীয় নাগরিকের নাম ওই চূড়ান্ত খসড়ায় নেই বলে শোনা যাচ্ছে। সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী হোক।
দলীয় কর্মীদেরও তিনি শান্তি বজায় রাখতে ও জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে যাদের প্রতি খসড়া নাগরিকপঞ্জিতে ‘অবিচার’ করা হয়েছে, তাঁদের সাহায্য করতে বলেছেন।
ফেসবুক পোস্টে কংগ্রেস সভাপতি লিখেছেন, ১৯৮৫ সালের অসম চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণে মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকার জাতীয় নাগরিকপঞ্জি তৈরির উদ্যোগ নিয়েছিল। কিন্তু কেন্দ্র ও অসমের বিজেপি সরকার যে ভাবে এই প্রক্রিয়া কার্যকর করছে, তাতে অনেক প্রত্যাশা পূরণ হয়নি। অসমের নানা জায়গা থেকে খবর আসছে, বহু ভারতীয় নাগরিকের নাম নেই খসড়া নাগরিকপঞ্জিতে। ফলে ব্যাপক নিরাপত্তাহীনতা বোধ তৈরি হয়েছে। এটা পরিষ্কার, প্রায় ১২০০ কোটি টাকা খরচ করে এই জটিল, অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়ার রূপায়ণ হয়েছে খুব ধীরে। সরকারকে এই সঙ্কট সমাধানে দ্রুত পদক্ষেপ করতে হবে।
প্রসঙ্গত, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার লক্ষ্যে জাতীয় নাগরিকপঞ্জি তৈরির প্রক্রিয়া চলছে অসমে। আজ বেরনো সেই তালিকা নাম নেই ৪০ লক্ষের বেশি নাগরিকের, যাতে চরম অসন্তোষ, আতঙ্ক তৈরি হয়েছে।
অসমে জাতীয় নাগরিকপঞ্জি: বিজেপি সরকারকে নিশানা, সঙ্কট কাটাতে দ্রুত ব্যবস্থা নিক, দাবি রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jul 2018 08:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -