নয়াদিল্লি: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পাওয়ার জন্য আধার কার্ডের জন্য আবেদন করার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। দারিদ্র্যসীমার নীচে থাকা মহিলারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আধারের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এর আগে এ বছরের মার্চে কেন্দ্র জানিয়েছিল, যে গরিব মহিলাদের আধার কার্ড নেই, বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পাওয়ার জন্য তাঁদের এ বছরের ৩১ মে-র মধ্যে আবেদন করতে হবে। সেই সময়সীমা বাড়ানো হল।
গত বছরের অক্টোবরে কেন্দ্র জানিয়েছিল, রান্নার গ্যাসে ভর্তুকি পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক। দারিদ্র্যসীমার নীচে থাকা পরিবারগুলির মহিলাদের জন্য দু দফায় এই সময়সীমা বাড়ানো হল। গত বছর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন বছরে পাঁচ কোটি গরিব মহিলাকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত ২.৬ কোটিরও বেশি গরিব মহিলাকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে গরিব মহিলাদের আধারের জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।
বিনামূল্যে রান্নার গ্যাসের জন্য আধারের আবেদনের সময়সীমা বাড়াল কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2017 07:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -