নয়াদিল্লি: অযোধ্যায় রামায়ণ মিউজিয়াম তৈরির প্ল্যান নরেন্দ্র মোদী সরকারের। বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বর থেকে প্রায় ১৫ কিমি দূরে এজন্য ২৫ একর জমিও চিহ্নিত করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ওই জমি দেখতে ১৮ অক্টোবর অযোধ্যা যাওয়ার কথা কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মার। সরকারি সূত্রের খবর, রামায়ণ সার্কিটের অংশ হবে এই মিউজিয়াম। ভোটমুখী উত্তরপ্রদেশে কেন্দ্রের এই উদ্যোগ ঘিরে জল্পনা শুরু হয়েছে। রামের নামে আবেগ তৈরি করে কি ভোটবাক্সে ফসল তুলতে চাইছে বিজেপি, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, অযোধ্যা সফরে রামায়ণ সার্কিট অ্যাডভাউসরি বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে পারেন শর্মা। প্রস্তাবিত মিউজিয়ামের সঙ্গে নেপাল ও শ্রীলঙ্কায় রামায়ণের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলিকে কোন কোন রুটে যুক্ত করা যায়, সে ব্যাপারে সেখানে আলোচনা হবে। তাছাড়া রামের যাত্রার গোটা কাহিনি তুলে ধরা মিউজিয়াম তৈরির ব্যাপারে ধর্মীয় নেতাদের সঙ্গেও শর্মা আলোচনায় বসতে পারেন বলে শোনা যাচ্ছে।
আরও খবর, অযোধ্যা বা চিত্রকূটে একটি আন্তর্জাতিক রামায়ণ কনক্লেভ আয়োজনের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন তিনি। প্রায় ১২টি দেশ থেকে প্রতিনিধিরা ওই কনক্লেভে আসতে পারেন।
বিজেপি যদিও জানিয়ে রেখেছে যে, আগামী বছরের গোড়ায় হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রামমন্দিরকে তারা ইস্যু করছে না, কিন্তু প্রস্তাবিত রামায়ণ মিউজিয়াম ও তাকে ঘিরে যাবতীয় কর্মকাণ্ডে সুকৌশলে হিন্দু ভাবাবেগ তৈরির চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে। সেই জল্পনা উস্কে দিয়েছে দশেরার দিন লখনউয়ের সভায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে ‘জয় শ্রী রাম’ ধ্বনি।
২৫ একর জমি বাছাই, অযোধ্যায় কেন্দ্রের রামায়ণ মিউজিয়াম তৈরির প্ল্যান ঘিরে জল্পনা
web desk, ABP Ananda
Updated at:
16 Oct 2016 01:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -