নয়াদিল্লি: দেশের ২১টি রাজ্যের রাজধানীর পানীয় জলের গুণগত মানের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। তাতে দেখা যাচ্ছে, ২১ শহরের মধ্যে মুম্বই প্রথমে, তাদের জলের মান সবথেকে ভাল। আর সবথেকে পিছিয়ে ২১ নম্বরে দেশের রাজধানী দিল্লি। আমাদের কলকাতা কোথায় আছে জানেন? ২০-তে! আমাদের আগে পটনা, ভুবনেশ্বরও।


তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। বলেছেন, তাঁরা কাউকে দোষারোপ করছেন না, সবাই যাতে পানযোগ্য জল পান সে জন্য তাঁদের চেষ্টা চলবে। পানীয় জল নিয়ে গোটা দেশ থেকে অভিযোগ জমা পড়ছিল, পরীক্ষায় ধরা পড়েছে দিল্লির জল পানের অযোগ্য। তবে মুম্বইয়ের জল সবকটি মানের সূচকেই উতরে গিয়েছে, এ ধরনের পরীক্ষা আগামীদিনেও চলবে বলে তিনি জানিয়েছেন।

এবার দেখুন পানীয় জলের গুণমানের ভিত্তিতে শহরগুলির তালিকা

১। মুম্বই

২। হায়দরাবাদ

৩। ভুবনেশ্বর

৪। রাঁচি

৫। রায়পুর

৬। অমরাবতী

৭। সিমলা

৮। চণ্ডীগড়

৯। তিরুঅনন্তপুরম

১০। পটনা

১১। ভোপাল

১২। গুয়াহাটি

১৩। বেঙ্গালুরু

১৪। গাঁধীনগর

১৫। লখনউ

১৬। জম্মু

১৭। জয়পুর

১৮। দেরাদুন

১৯। চেন্নাই

২০। কলকাতা

২১। দিল্লি

১০টি সূচকের ভিত্তিতে নির্ধারিত হয়েছে পানীয় জলের এই গুণগত মাত্রা। সূচকগুলির মধ্যে অন্যতম হল, জলে আর্সেনিকের মত বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি। মোট নম্বর ১০। এই ১০ নম্বরে কোন শহর কত পেয়েছে তার ওপর নির্ধারিত হয়েছে তালিকা। কর্পোরেশনের যে জল পাইপ দিয়ে ঘরে ঘরে পৌঁছে যায় সেই জলের ওপরেই চলেছে পরীক্ষা নিরীক্ষা।