নয়াদিল্লি: ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে এক হাজার টাকার বেশি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ কমানোর নির্দেশ দিল অর্থ মন্ত্রক। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশ কার্যকর হবে।


রিজার্ভ ব্যাঙ্কের নিয়মানুসারে, ১০ হাজার টাকা পর্যন্ত ই-ফান্ড ট্রান্সফারে আড়াই টাকা চার্জ প্রযোজ্য। ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত এই চার্জ ৫ টাকা। ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ টাকা এবং ২ লক্ষ টাকার উপরে ২৫ টাকা চার্জ নেওয়া হয়। এই সব চার্জ ৫০ পয়সা করে কমানোর নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রক। মোবাইল ফোনের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেও চার্জ ৫০ পয়সা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, দেশের মানুষকে ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ডিজিটাল লেনদেনের মাধ্যমে টাকা খরচের বিষয়ে উৎসাহ দেওয়া হবে। ডিজিটাল লেনদেনের প্রচারের উদ্দেশে সম্প্রতি দুটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে নীতি আয়োগ। এই নতুন প্রকল্পের মাধ্যমে ৫০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।