নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, জোটসঙ্গী শিবসেনা থেকে শুরু করে বিরোধী দলগুলির সমালোচনার জবাব দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, বর্তমান সরকার কড়া সিদ্ধান্ত নিতে ভয় পায় না। সরকার আর্থিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দুর্নীতি রোধ করা এবং ভারতের অর্থনীতিকে ঠিক পথে ফিরিয়ে আনার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার নীতি-পঙ্গুত্বের অবসান ঘটিয়েছে। ভারতীয় অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করা হয়েছে।


নয়াদিল্লিতে স্বাধীনতার ৭০ বছর এবং মোদী সরকারের সাড়ে তিন বছর শীর্ষক একটি বই প্রকাশ অনুষ্ঠানে পূর্বতন ইউপিএ সরকারকে আক্রমণ করে অর্থমন্ত্রী বলেছেন, ‘ভারতীয় অর্থনীতিতে দ্রুত উত্থান ও বৃদ্ধির সংমিশ্রন ঘটেছে। আমাদের সরকার কার্যকরী সিদ্ধান্ত নিচ্ছে। নোট বাতিলের ফলে আমরা পুরনো ব্যবস্থা বদলে দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় অর্থনীতিকে বদলে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অপব্যবহারের ফলে অর্থনীতির কয়েকটি ক্ষেত্র পঙ্গু হয়ে ছিল। আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অপব্যবহার করছি না।’

জেটলি আরও বলেছেন, ‘আমাদের সরকার নাগরিকদের বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে সব তথ্য প্রকাশ করার সুযোগ দিয়েছে। গত তিন বছর ধরে প্রত্যক্ষ কর ১৫.৭ শতাংশের বেশি। তাই অর্থনীতির তথাকথিত মন্দার কোনও প্রভাব পড়েনি।’