অমরাবতী: তিন তালাক ইস্যুতে সরকারের আসরে নামার ইঙ্গিত দিলেন বেঙ্কাইয়া নাইডু। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মুসলিম সম্প্রদায় নিজেরা এই প্রথা বদলাতে না পারলে সরকারই উদ্যোগী হয়ে তিন তালাক নিষিদ্ধ করতে আইন করবে।
আজ এখানে এক অনুষ্ঠানে বেঙ্কাইয়া বলেন, মুসলিম সমাজের নিজে থেকেই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। মুসলিমরা নিজেরাই প্রথাটি বন্ধ করে দিলে ভাল। নয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে সরকারকেই এগিয়ে এসে তিন তালাক নিষিদ্ধ করতে আইন চালু করতে হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অবশ্য একইসঙ্গে বলেন, এটা কিন্তু কারও ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ, প্রভাব খাটানো নয়, মহিলাদের প্রতি সুবিচারের প্রশ্ন। সব মহিলার সমান অধিকার প্রাপ্য। আইনের চোখে সব মহিলা সমান, এটাই আসল ইস্যু।
তিন তালাক বাতিলের দাবির সমর্থনে বেঙ্কাইয়া হিন্দু সমাজ থেকেও শিশুবিবাহ, সতী, পণপ্রথার মতো কুপ্রথা নির্মূল করতে আইন কার্যকর হওয়ার প্রসঙ্গ তোলেন। বলেন, হিন্দু সমাজে শিশুবিবাহ নিয়ে আলোচনার পর সংসদে তা নিষিদ্ধ করে আইন পাশ হয়েছে। সতী প্রথাও হিন্দুদের নিজেদের উদ্যোগে আইন এনে নিষিদ্ধ করা হয়েছে। পণ প্রথা বিরোধী আইনকেও স্বাগত জানিয়েছে হিন্দু সমাজ।
বেঙ্কাইয়া এও বলেন, হিন্দু সমাজ যখনই দেখেছে, এ ধরনের প্রথা সমাজের মঙ্গলের পরিপন্থী, তখনই তারা আলোচনার পথে সংস্কার ঘটিয়েছে। তবে আরও সংস্কার প্রয়োজন এবং সেই লক্ষ্যে প্রয়াস চালাতে হবে। তাঁর মন্তব্য, মানুষকে মানুষ হিসাবেই দেখুন। তাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে পৃথক করবেন না। এ ধরনের বৈষম্যের মাধ্যমে মেয়েদের প্রতি কোনও অবিচার চলতে পারে না।
তিন তালাক-এ বদল ঘটান মুসলিমরাই, নয়তো সরকারই আইন করে নিষিদ্ধ করবে: বেঙ্কাইয়া
Web Desk, ABP Ananda
Updated at:
20 May 2017 06:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -