গুয়াহাটি: নতুন করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে অসমের রাজধানী গুয়াহাটিতে। ফের লকডাউন ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বেশি পরিমাণে করোনা রোগী পাওয়া গিয়েছে এরকম ১১টি ওয়ার্ডে ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় এবার পুরো গুয়াহাটিতেই লকডাউন ঘোষিত হতে পারে।
গুয়াহাটি শহরের ফাঁসি বাজার, পাণ্ডু, মালিগাঁও, মাছখোয়া, ফাটাশিল আমবাড়ি, ধীরেনপাড়া, লখরা প্রভৃতি স্থানগুলো কোভিড সংক্রমণের ক্ষেত্রে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত দু দিনে গুয়াহাটির বিভিন্ন স্ক্রিনিং কেন্দ্রগুলোতে স্বেচ্ছায় করোনা পরীক্ষা করার জন্যে আসা লোকেদের মধ্যে মোট ১১৪ জনের শরীরে ভাইরাস শনাক্ত করা হয়েছে।
করোনা সংক্রমণ দ্রুত হারে ছড়িয়ে পড়ার জন্যে রাজ্যের স্বাস্থ্যবিভাগ যথেষ্ট সচেতন হয়ে উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত শর্মা বলেছেন, স্বাস্থ্যবিভাগ গুয়াহাটির বিভিন্ন স্থানে মোট ৩৩টি স্ক্রিনিং কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি কামরূপ মেট্রোপলিটন ডিস্ট্রিক্টে ২৮ জুন মধ্যরাত থেকে ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। শুধু ওষুধের দোকান খোলা থাকবে।
নতুন করে সংক্রমণের জের, গুয়াহাটিতে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হতে পারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2020 02:21 PM (IST)
স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত শর্মা বলেছেন, স্বাস্থ্যবিভাগ গুয়াহাটির বিভিন্ন স্থানে মোট ৩৩টি স্ক্রিনিং কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -