নয়াদিল্লি: কেন্দ্রের সরকার রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৩.৬ লক্ষ কোটি টাকা মূলধন চাইছে, এমন খবর অস্বীকার করলেন কেন্দ্রীয় অর্থবিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ। ট্যুইট করে তিনি বলেছেন, মিডিয়ায় প্রচুর ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। সরকারের আর্থিক অঙ্কের হিসেব-নিকেশ একেবারে সঠিক পথে রয়েছে। যেমনটা বলা হচ্ছে, ৩.৬ বা ১ লক্ষ কোটি টাকা হস্তান্তরিত করতে রিজার্ভ ব্যাঙ্ককে বলার কোনও প্রস্তাবই নেই। গর্গ বলেছেন, একমাত্র রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক মূলধন কাঠামো বা ফ্রেমওয়ার্ক বেঁধে দেওয়ার প্রস্তাব নিয়েই কথাবার্তা হচ্ছে। সরকারের আর্থিক লক্ষ্যমাত্রা, হিসাব সম্পর্কে আস্থার সুর প্রকাশ করে তিনি জানান, ২০১৯ এর ৩১ মার্চ শেষ হতে চলা চলতি অর্থবর্ষে ৩.৩ শতাংশ ঘাটতির লক্ষ্যমাত্রাতেই অটল থাকবেন তাঁরা। বলেন, ২০১৩-১৪য় সরকারের আর্থিক ঘাটতি ছিল ৫.১ শতাংশ। ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে সরকার তা কমিয়ে আনতে সফল হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষ আমরা শেষ করব ৩.৩ শতাংশ আর্থিক ঘাটতিতেই। সরকার চলতি বছরে ৭০০০০ কোটি টাকা বাজেট নির্ধারিত বাজার থেকে ধার বাস্তবে নেয়নি।