শুক্রবার কেন্দ্রীয় সরকার আগের চেয়ে সহজ, একটি একপৃষ্ঠার ফর্ম চালু করেছে যা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে পূরণ করতে হবে। সেটির নাম ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম-১ (সহজ)। ৭ পৃষ্ঠার যে ফর্মটি এতদিন ফিল আপ করতে হচ্ছিল, সেটি বন্ধ হয়ে যাচ্ছে। তার বদলে এল নতুন ফর্মটি। বেতন, হাউস প্রপার্টি ও সুদ মিলিয়ে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের করদাতাদের সেটি জমা দিতে হবে।
১ এপ্রিল আগামীকাল থেকে ৩১ জুলাইয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে আইটিআর-১ ফর্ম ই-ফাইলিং করা যাবে।
বর্তমানে সহজ (আইটিআর ১) ফাইল করতে হয় বেতনভোগীদের। আইটিআর ২ দিতে হয় যাদের আয়ে ব্যবসা থেকে আসা আয় ধরা নেই, তাদের।
প্রসঙ্গত, পুরানো আইটিআর ফর্মেও আধার নম্বর উল্লেখ করার নির্দিষ্ট ঘর ছিল, কিন্তু চলতি সপ্তাহেই আয়কর আইন সংশোধন করে তার উল্লেখ বাধ্যতামূলক করেছে সরকার।