নয়াদিল্লি: নোট বাতিল হওয়ার পর ৫০ দিনের সময়সীমার মধ্যে যে করদাতারা ২ লক্ষ টাকার বেশি জমা দিয়েছেন, তাদের নতুন ইনকাম ট্যাক্স রিটার্নস (আইটিআরস)-এ তা উল্লেখ করতে হবে। পাশাপাশি আধার নম্বরের উল্লেখও বাধ্যতামূলক করা হয়েছে। আধার না থাকলে ২৮ ডিজিটের আধার এনরোলমেন্ট আইডি-র উল্লেখ করতে হবে। পাশাপাশি দিতে হবে প্যান নম্বরও।
শুক্রবার কেন্দ্রীয় সরকার আগের চেয়ে সহজ, একটি একপৃষ্ঠার ফর্ম চালু করেছে যা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে পূরণ করতে হবে। সেটির নাম ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম-১ (সহজ)। ৭ পৃষ্ঠার যে ফর্মটি এতদিন ফিল আপ করতে হচ্ছিল, সেটি বন্ধ হয়ে যাচ্ছে। তার বদলে এল নতুন ফর্মটি। বেতন, হাউস প্রপার্টি ও সুদ মিলিয়ে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের করদাতাদের সেটি জমা দিতে হবে।
১ এপ্রিল আগামীকাল থেকে ৩১ জুলাইয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে আইটিআর-১ ফর্ম ই-ফাইলিং করা যাবে।
বর্তমানে সহজ (আইটিআর ১) ফাইল করতে হয় বেতনভোগীদের। আইটিআর ২ দিতে হয় যাদের আয়ে ব্যবসা থেকে আসা আয় ধরা নেই, তাদের।
প্রসঙ্গত, পুরানো আইটিআর ফর্মেও আধার নম্বর উল্লেখ করার নির্দিষ্ট ঘর ছিল, কিন্তু চলতি সপ্তাহেই আয়কর আইন সংশোধন করে তার উল্লেখ বাধ্যতামূলক করেছে সরকার।
এক পাতার 'সহজ' ফর্ম চালু, নোট বাতিলের পর ২ লাখের বেশি জমার উল্লেখ করতে হবে করদাতাকে, বাধ্যতামূলক আধার
Web Desk, ABP Ananda
Updated at:
31 Mar 2017 09:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -