নয়াদিল্লি: সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকার প্রস্তুত। এই আশ্বায় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, দেশকে রক্ষা করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে তিনি বলেছেন, জাতপাত ও ধর্ম নির্বিশেষে মানুষ তাঁদের সমস্ত শক্তি দিয়ে সন্ত্রাসবাদী শক্তিগুলির বিরুদ্ধে লড়াই করবেন। জঙ্গি সংগঠন আইএস-এর হুমকি ভিডিও প্রকাশের পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন রাজনাথ।
উল্লেখ্য, ভারতে হামলা চালানোর হুমকি দিয়ে ২২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। তারা কাশ্মীর, বাবরি মসজিদ ধ্বংস এবং গুজরাত ও মুজফফরনগরে হিংসার বদলা নেওয়ার হুমকি দিয়েছে। এ ব্যাপারে একটি প্রশ্নের উত্তরে রাজনাথ বলেছেন, দেশকে সুরক্ষিত রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ব্যাপারে দেশের সমস্ত মানুষেরই আস্থা রয়েছে। জাত-ধর্ম নির্বিশেষে মানুষ সন্ত্রাসবাদী শক্তিগুলির বিরুদ্ধে লড়াই করবেন।
স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর গলাতেও একই সুর ধ্বনিত হয়েছে। তিনি বলেছেন, এ ধরনের ভিডিও মাঝেমধ্যেই প্রকাশ হয়। আইএস বা অন্য কেউ এ ধরনের প্রচারের মাধ্যমে দেশের মানুষকে প্রভাবিত করতে পারবে না। দেশের মানুষ কোনওভাবেই এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করবেন না।
সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রস্তুত সরকার: রাজনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 02:26 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -