নয়াদিল্লি: এবার আয়কর রিটার্ন ও প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
সূত্রের খবর, ১ জুলাই থেকে কার্যকর নয়া বিধি। এতদিন আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে আধার নম্বর জমা দেওয়া ছিল ঐচ্ছিক। এবার তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কেন্দ্রের।
পাশাপাশি, প্যান কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মেও দিতে হবে আধার নম্বর। আধার না থাকলে, আধার কার্ডের জন্য আবেদনের নথিভুক্তির নম্বর দিতে হবে।
আধার কার্ড নিয়ে যে সরকার বদ্ধপরিকর, তার প্রমাণ আগেই মিলেছে। সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারকে যুক্ত করার প্রক্রিয়ার কাজ প্রায় শেষের পর্যায়ে।
আবার, ভর্তুকির টাকা ও বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা পাওয়ার ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করা হয়েছে।