নয়াদিল্লি: বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১,০০০ টাকার নোট ফের নতুন করে জমা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিল অর্থ মন্ত্রক। অর্থনৈতিক বিষয়ক সচিব এস সি গর্গ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সুযোগ পাবেন না কেউ। তাঁর দাবি, সরকারের আশা ছিল, বাতিল হয়ে যাওয়া অধিকাংশ নোটই ব্যাঙ্কে ফিরে আসবে। কত টাকা ব্যাঙ্কে ফিরবে এবং কত টাকা ফিরবে না, সে বিষয়ে সরকার কোনও মন্তব্য করেনি। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি সুপ্রিম কোর্টে যে বক্তব্য পেশ করেছিলেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত ছিল।
গতকালই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বাতিল হয়ে যাওয়া নোটের প্রায় ৯৯ শতাংশই ফিরে এসেছে। এরপরেই অর্থ মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাতিল হয়ে যাওয়া সব নোটই ফিরে আসবে বলে আশা ছিল সরকারের। যদিও গত বছরের ডিসেম্বরে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে বলেছিলেন, সরকার আশা করছে বাতিল নোটে মোট ১৫.৪৪ লক্ষ কোটি টাকার মধ্যে ১০ থেকে ১১ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে ফিরবে। রাজস্ব সচিব হাসমুখ আধিয়া গত ৭ ডিসেম্বর ট্যুইট করে বলেছিলেন, সরকার সব বাতিল হওয়া নোট ব্যাঙ্কে ফেরার আশা করছে, এমন সম্ভাবনার কথা কেউ যেন না ভাবেন।
আজ গর্গ দাবি করেছেন, বাতিল হওয়ার আগে বেশিরভাগ মানুষের কাছেই ৫০০ ও ১,০০০ টাকার নোট ছিল। তাঁরা সেই নোটই খরচ করতেন। কেন্দ্রীয় সরকার কোনওদিনই সংসদ বা অন্য কোথাও বলেনি, সব বাতিল হয়ে যাওয়া নোট ব্যাঙ্কে ফিরবে না।
বাতিল নোট আর জমা নেওয়া হবে না, জানিয়ে দিল কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2017 04:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -