জম্মু ও কাশ্মীর, উত্তরপূর্বে সব ঘাঁটি জঙ্গি হামলা থেকে সুরক্ষিত রাখতে সেনাকে ১৪৮৭ কোটি টাকা অনুমোদন সরকারের
Web Desk, ABP Ananda | 10 Feb 2018 09:11 PM (IST)
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্ব ভারত ও দেশের অন্যান্য জায়গায় সেনাবাহিনীর ঘাঁটিগুলিকে সন্ত্রাসবাদী হামলার হাত থেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে, সেখানকার নিরাপত্তায় যাবতীয় গলদ, ফাঁকফোকর ভরাট করতে ১৪৮৭ কোটি টাকা অনুমোদন করল প্রতিরক্ষা মন্ত্রক। সরকারি সূত্রের খবর, এই অর্থ বরাদ্দে চূ়ড়ান্ত ছাড়পত্র দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। ১০ মাস সময়সীমা দিয়েছেন তিনি সেনা কর্তৃপক্ষকে। এর মধ্যে ঘাঁটিগুলির নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ সংস্কার করতে হবে। গোটা প্রক্রিয়ার রূপায়নে নজরদারি চালাতে বলা হয়েছে সেনার সদর কার্যালয়কে। এমন সময় এই অর্থ অনুমোদন করা হল, যে সময় নিরাপত্তা বাহিনীগুলির একাধিক ঘাঁটি নিশানা করে সন্ত্রাসবাদী হামলা চালানো হচ্ছে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর রেষারেষি, বিদ্বেষ বাড়ছে ভারত, পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে। সরকারি সূত্রের খবর, ৬টি কম্যান্ডের মাধ্যমে সেনা ঘাঁটিগুলির বাইরের নিরাপত্তা জোরদার করা হবে। ২০১৬-য় পঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলার পর লেফটেন্যান্ট জেনারেল ফিলিপ ক্যাম্পোসের নেতৃত্বাধীন কমিটির সুপারিশক্রমে সামরিক ঘাঁটিগুলির নিরাপত্তা অডিট করা হয়। ঘাঁটিগুলির নিরাপত্তা নিশ্চিদ্র করতে কী কী করা দরকার, সুপারিশ দিতে বলা হয়েছিল কমিটিকে। নিরাপত্তা অডিটের পর সেনাবাহিনীর তিন শাখার পরিচালন কর্তৃপক্ষকে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) পাঠানো হয়, যাতে তারা বহুস্তরীয় নিরাপত্তা কাঠামো তৈরি সহ গোটা নিরাপত্তা ব্যবস্থাই নতুন করে সাজিয়ে নেয়। পঠানকোটের ভয়াবহ হামলার কয়েক মাস পর নিরাপত্তাবাহিনীর মোট ৩ হাজার ঘাঁটি, ভবনকে চিহ্নিত করা হয়।এর মধ্যে সেনা, নৌবাহিনী এ বায়ুসেনার মোট ৬০০ অতিমাত্রায় গুরুত্বপূর্ণ ভবন আছে। গত বছর জুলাইয়েও সরকার সেনা, নৌবাহিনী, বায়ুসেনাকে দেশজুড়ে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলির বাইরের নিরাপত্তা জোরদার করতে অর্থ ব্যয়ের উল্লেখযোগ্য ক্ষমতা দেয় সরকার।