কাটিহার (বিহার): সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর 'বন্দেমাতরম' গাইতে অস্বীকার কাটিয়ারের স্কুল শিক্ষকের। ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শোরগোল। সরকারি স্কুলের ওই শিক্ষকের নাম আফজল হুসেন। মনিহারি ব্লকের অধীন আবদুল্লাপুর গ্রামের স্কুল শিক্ষকের বিরুদ্ধে জাতীয় গান না গাওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। মনিহারি ব্লকের এডুকেশন অফিসার অশোক কুমারকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন জেলার শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র দেব। অশোক কুমার জানিয়েছেন, তিনি ওই স্কুলে গিয়ে খোঁজখবর নিয়েছেন। প্রাথমিক ভাবে অভিযোগটি সত্যি বলে মনে হচ্ছে। যদিও আফজল নিজের আচরণের সাফাই দিয়ে চলেছেন। তিনি সওয়াল করেছেন, 'বন্দেমাতরম' গাওয়া তাঁর ধর্মবিশ্বাসের পরিপন্থী। বলেছেন, আমরা শুধুই আল্লাহকে বিশ্বাস করি। যে কারও সামনে মাথা নত করতে পারি না, কারণ তা আমাদের ধর্মবিশ্বাসের বিরোধী। সংবিধানে কোথাও বলা নেই, 'বন্দেমাতরম' গাইতেই হবে। 'বন্দেমাতরম' না গাওয়ার সিদ্ধান্তে আমি অটল, ছাত্রছাত্রীদেরও গাইতে বলব না।
স্কুলের অন্য কয়েকজন শিক্ষক, পড়ুয়াদের অভিভাবকরাও আফজলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। ক্ষুব্ধ কয়েকজন গ্রামবাসীও বলেছেন, 'বন্দেমাতরম' গাইতে না চাইলে ওনার এদেশে থাকারই অধিকার নেই। উনি জাতীয় পতাকার অসম্মান করেছেন। এমন শিক্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।
তদন্ত রিপোর্ট পেলেই নিয়ম অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার শিক্ষা অফিসার।