গণপিটুনি, গণরোষ রোধে কেন্দ্রের ৪ সদস্যের কমিটি, সুপারিশ খতিয়ে দেখে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে
Web Desk, ABP Ananda | 23 Jul 2018 06:41 PM (IST)
নয়াদিল্লি: ক্রমবর্ধমান গণপিটুনির ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠী গড়ল সরকার। স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবাকে মাথায় রেখে একটি পৃথক কমিটিও তৈরি হয়েছে। সচিব সংক্রান্ত কমিটি গণপিটুনি, দেশের এখানে ওখানে মারমুখী জনতার আইন হাতে তুলে নিয়ে তাত্ক্ষনিক সাজা দেওয়ার প্রবণতা রুখতে যেসব সুপারিশ করবে, সেগুলি খতিয়ে দেখবে রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ওই মন্ত্রিগোষ্ঠী। তারা রিপোর্ট দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গাউবার কমিটিতে রয়েছেন তাঁকে নিয়ে চারজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের খবর, গণপিটুনির ঘটনা রুখতে আইনি পরিকাঠামোর সুপারিশও করবেন তাঁরা। সম্প্রতি দেশে গণপিটুনি, গণরোষ মাথাচাড়া দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে আইন তৈরি করতে বলেছে সুপ্রিম কোর্ট। গণপিটুনি কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ। যদিও তারপরও ছবিটা বদলায়নি। দিনকয়েক আগেই রাজস্থানের আলোয়ারে গ্রামে জঙ্গলের রাস্তা ধরে গরু নিয়ে যাওয়ার সময় গরু পাচারের অভিযোগে এক যুবককে পিটিয়ে মারে একদল লোক, কোনওক্রমে তাদের হাত ছাড়িয়ে পালায় তার এক সঙ্গী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সোমবার জানান, সাম্প্রতিক গণপিটুনির ঘটনাগুলি নিয়ে সব রাজ্যকে এই মর্মে কেন্দ্র অ্যাডভাইসরি বা নির্দেশাবলী পাঠিয়েছে যে, গণপিটুনিকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র শিথিলতা দেখানো হবে না। আমরা চাই, রাজ্য সরকারগুলি ব্যবস্থা নিক। আদালতও এ ব্যাপারে স্পষ্ট মনোভাব দেখিয়েছে, যার ফলে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। কেন্দ্র এদিন আলোয়ারের গণপিটুনি সংক্রান্ত সব তথ্য সহ বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজস্থান সরকারের কাছে।