অসমে জাতীয় নাগরিক তথ্যপঞ্জিতে ৪০ লক্ষের নাম বাদ, এখনই সর্বদল বৈঠক চাই, রাজনীতি চলবে না, দাবি কংগ্রেসের
Web Desk, ABP Ananda | 30 Jul 2018 06:42 PM (IST)
নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিক তথ্যপঞ্জি প্রকাশ করে প্রায় ৪০ লক্ষ লোকের নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, সে ব্যাপারে কংগ্রেস সর্বদলীয় বৈঠকের দাবি করল। কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা বলেন, সরকারকে এ নিয়ে অবিলম্বে সর্বদল বৈঠক ডাকতে হবে। কোনও ভারতীয় নাগরিকত্ব হারাবেন না, এটা সুনিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, জানাতে হবে বিরোধীদের। এ নিয়ে যেন কোনও রাজনীতি না হয়। আগামীকালই বৈঠক ডাকলে ভাল হয় বলে অভিমত জানান শর্মা। অসমে আজ জাতীয় নাগরিক তথ্যপঞ্জির দ্বিতীয় খসড়া প্রকাশিত হওয়ার পর দেখা যায়, তাতে সেখানকার ৪০ লক্ষ মানুষের নাম নেই। এ নিয়ে প্রবল আতঙ্কে পড়ে সেইসব মানুষজন। তাঁরা কি বৈধ নাগরিক বলে স্বীকৃতি পাবেন না, এই সংশয় তৈরি হয়। এই প্রেক্ষাপটে কংগ্রেস মুখপাত্রের দাবি, জাতীয় নাগরিক তথ্যপঞ্জি সংক্রান্ত যাবতীয় বিষয়, প্রশ্নের মীমাংসা হওয়া পর্যন্ত তালিকায় নাম না থাকা লোকজন, পরিবারগুলিকে আলাদা করা যাবে না, বিষয়টি স্থগিত রাখতে হবে। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে, তাই জাতীয় নাগরিক তথ্যপঞ্জি সংক্রান্ত ইস্যুর আন্তর্জাতিক গুরুত্ব আছে বলেও অভিমত জানান শর্মা। বলেন, জাতীয় নাগরিক তথ্যপঞ্জি চূড়ান্ত করার সময় কী পদ্ধতি, পন্থা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরো প্রক্রিয়ার মধ্যে যেসব ঘাটতি, গলদ রয়েছে, তা দূর করার দাবি জানিয়ে তিনি বলেন, ১৯৮৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর উপস্থিতিতে স্বাক্ষরিত অসম চুক্তি মেনে, তার পরিধির মধ্যে থেকেই যাবতীয় সমস্যা মেটাতে হবে।