নয়াদিল্লি: অভিষেক বচ্চন বলিউডে বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চন বা স্ত্রী ঐশ্বর্য রাইয়ের মতো সাফল্য পাননি। কিন্তু তিনি নিশ্চয়ই অভিনয় ছেড়ে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় বসবেন না। তেমন কোনও সম্ভাবনা নেই। অথচ স্টাফ সিলেকশন কমিটির ওয়েবসাইটে জুনিয়র লেভেল পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিষেকের নাম ও ছবি দেখা যাচ্ছে। এ বিষয়ে এখনও কোনও সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।
স্টাফ সিলেকশন কমিশনের এক আধিকারিক বলেছেন, তাঁদের সন্দেহ, কোনও ব্যক্তি মজার ছলে এই কাজ করেছে। ওই অ্যাডমিট কার্ড অনুযায়ী, অভিষেকের ঠিকানা মহারাষ্ট্রের লাতুর। জন্ম তারিখ ১৯৯৫ সালের ১ জানুয়ারি। গত ৩০ এপ্রিল এই পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় অবশ্যই বসেননি অভিষেক। কিন্তু তাঁর নামে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে।
স্টাফ সিলেকশন কমিশনে জুনিয়র লেভেল পরীক্ষা দিয়েছেন অভিষেক বচ্চন!
Web Desk, ABP Ananda
Updated at:
05 May 2017 05:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -