নয়াদিল্লি: বড় রকমের আর্থিক কেলেঙ্কারি ঘটিয়ে বিদেশে চম্পট দেওয়া রাঘব বোয়ালদের দেশে ফেরানো সুনিশ্চিত করতে সরকার চেষ্টা করছে যাতে এ ব্যাপারে যত বেশি সম্ভব বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা যায়। লোকসভায় শুক্রবার প্রশ্নোত্তর পর্বে সংযোজনীর জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ কথা জানান।
জেটলির মতে, যদিও বেশ কয়েকটি দেশ এ ধরনের লোকজনকে দ্রুত বের করে দিয়ে সাহায্য করে, কিন্তু প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানোর প্রক্রিয়ায় বেশ সময় লাগে। তবে এইসব লোকেরা বিদেশে যাতে 'গা ঢাকা দিয়ে থাকতে না পারে, সেজন্য নানা দেশের সঙ্গে বোঝাপড়া চাইছে ভারত।
স্পিকার সভায় সরাসরি নাম তুলতে বারণ করায় তৃণমূল সাংসদ সৌগত রায় জানতে চান, 'আইপিএল ম্যান', 'কিংফিশার ম্যান'-কে দেশে নিয়ে আসতে সরকার কী করেছে। জেটলি কারও নাম না তুলে জানান, বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি ইতিমধ্যেই ওদের ৮০৪০ কোটি টাকার সম্পত্তি বেআইনি তকমা দিয়ে বাতিল করেছে।
জেটলি জানান, ভারতে আর্থিক তছরূপ করে বিদেশে গা ঢাকা দেওয়া লোকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন চালু করা দরকার নাকি চলতি বিধি-নিয়মে সংশোধন করলেই চলবে, তা খতিয়ে দেখছে অর্থমন্ত্রক। এ বছরের সাধারণ বাজেটেও প্রসঙ্গটি ছিল।
দেশে আর্থিক তছরূপ করে বিদেশে পালানো রুখতে একাধিক দেশের সঙ্গে চুক্তি করছে সরকার, জানালেন জেটলি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Mar 2017 06:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -