জম্মু: অনেক স্কুলেই মাস্টারমশাইরা ঠিকমতো পড়ানোর দায়িত্ব পালন করছেন না বলে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে কঠোর পদক্ষেপ করল জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারের প্রশাসনিক কর্তৃপক্ষ। জেলার ডেভেলপমেন্ট কমিশনার আঙ্গরেজ সিংহ রানা নির্দেশ দিয়েছেন, এবার থেকে প্রতি মাসে শিক্ষকদের স্কুলে হাজিরার শংসাপত্র পেশ করতে হবে যাতে সই থাকবে অন্তত ১০ জন অভিভাবক, স্থানীয় সরপঞ্চের। এই সার্টিফিকেট জমা পড়লেই বেতন পাবেন শিক্ষকরা। সরকারি স্কুলের পঠনপাঠনের ওপর নজর রাখাই রানার এই নির্দেশের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সরকারি কর্তারা।
সরকারি নির্দেশ উদ্ধৃত করে বলা হয়েছে, কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন মিলবে সেই স্কুলের পড়ুয়াদের অন্তত ১০ জন অভিভাবকের সই করা হাজিরার সার্টিফিকেট পেশ হলেই। প্রতি মাসে একই ১০ জনের সই হলে চলবে না। রোটেশন অর্থাত ঘুরিয়ে ফিরিয়ে ১০ অভিভাবকের সই চাই। সংশ্লিষ্ট ট্রেজারিতে বেতনের বিল জমা দেওয়ার সময় তাতে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সরপঞ্জের সইও লাগবে।
স্কুলগুলিতে পরিদর্শন চালিয়ে পড়ুয়াদের শিক্ষার খারাপ মানের উদাহরণ পাওয়া গিয়েছে, এমনকী কয়েকটি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়ারা নাকি ১০০ পর্যন্ত গুনতেই পারে না বলে জানিয়েছেন সরকারি অফিসাররা। রানা বলেছেন, সরকারি স্কুলগুলির পড়ুয়াদের পরীক্ষায় পাশের হার বাড়াতে হলে কিছু কঠোর ব্যবস্থা আমাদের নিতেই হবে। আশা করছি, ছাত্রছাত্রীদের উন্নত, উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহযোগিতা পাব।