সরকারি চাকরিতে পদোন্নতিতে তফসিলি সংরক্ষণে সুপ্রিম কোর্টে যাবে কেন্দ্র, জানালেন পাসোয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
17 Apr 2018 07:29 PM (IST)
নয়াদিল্লি: ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে দলিত সমাজের কাছে পৌঁছনোর চেষ্টায় কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকার এবার সরকারি পদে প্রমোশনেও তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ চালুর ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি শরিক রামবিলাস পাসোয়ান সাংবাদিকদের জানান, যেসব নির্দেশের ফলে পদোন্নতির ক্ষেত্রে তফসিলি সংরক্ষণ বন্ধ হয়ে রয়েছে, সেগুলি বাতিলের জন্য সুপ্রিম কোর্টে যাবে সরকার।
তফসিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া অংশগুলির উন্নয়নের জন্য গঠিত মন্ত্রিগোষ্ঠীর সদস্য পাসোয়ান। দলিত সংক্রান্ত ইস্যুতে ইদানীং সরকারের মুখপাত্রের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। আজ তিনি বলেন, সরকারি চাকরিতে পদোন্নতিতে তফসিলি সংরক্ষণের জন্য সরকার অর্ডিন্যান্স আনতেই পারে, তবে আগে শীর্ষ আদালতে যাবে।
সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের দুটি নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দেবে। সরকার নিজেই বলছে, ওই নির্দেশ তফসিলি জাতি ও উপজাতি স্বার্থের পরিপন্থী। এই প্রেক্ষাপটেই পাসোয়ান আজ এ কথা বলেন।
পাসোয়ানের বক্তব্য, আদালত পদোন্নতিতে তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের পক্ষেই রায় দিয়েছে, কিন্তু একইসঙ্গে একগুচ্ছ শর্তও আরোপ করেছে যার ফলে সংরক্ষণ সংক্রান্ত গাইডলাইন রূপায়ণ করা যাচ্ছে না। ওই গাইডলাইনে পদোন্নতির নিয়মে সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে কর্মচারীরা কতটা পিছিয়ে পড়া, কতটা যোগ্য, তা খতিয়ে দেখতে হবে। পাসোয়ান বলেন, সংবিধান তফসিলি জাতি ও উপজাতিকে পশ্চাত্পদ বলে গণ্য করে। তফসিলি জাতি ও উপজাতি কর্মীরা অন্যদের মতোই সমান দক্ষ। সুতরাং ওই মাপকাঠি অপ্রয়োজনীয়।
দলিত গোষ্ঠীগুলির ক্ষোভ প্রশমনে তফসিলি জাতি, উপজাতি নির্যাতন রোধ আইন সংক্রান্ত সু্প্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দিয়েছে কেন্দ্র। পাশাপাশি সাম্প্রতিক এক সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলিতে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যাও কমে গিয়েছে। এর বিরুদ্ধেও স্পেশাল লিভ পিটিশন দিয়েছে কেন্দ্র।
পাসোয়ান দাবি করেন, দলিতদের জন্য এনডিএ সরকারের মতো এত কিছু কেউ করেনি। বলেন, ওদের স্বার্থ ক্ষুন্ন হবে না, এটা সুনিশ্চিত করতে আমরা দায়বদ্ধ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -