লখনউ: কৈরানা ও নূরপুর উপনির্বাচনে হারের পর এবার বোধহয় মায়াবতীর পথ ধরল বিজেপি। উত্তর প্রদেশের সব দলীয় অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মূর্তি বসাচ্ছে তারা। মূর্তি তৈরির দায়িত্ব পেয়েছেন মধ্য প্রদেশের চিত্রকূটের এক শিল্পী।


৫ তারিখ ছিল আদিত্যনাথের জন্মদিন। তাঁর অফিসার ইন স্পেশাল ডিউটি অভিষেক কৌশিক এই উপলক্ষ্যে তাঁকে তাঁর একটি মূর্তি উপহার দেন। শোনা যাচ্ছে, সেই উপহার মুখ্যমন্ত্রীর খুব পছন্দ হয়। পাশাপাশি রাজ্যের মন্ত্রী সুনীল বনশল তাঁকে উপহার দেন প্রধানমন্ত্রী মোদীর একটি ফাইবারের ছোট মূর্তি।



মুখ্যমন্ত্রীর বাসভবনে সেদিন বিজেপির বেশ কয়েকজন নেতা ও মন্ত্রী আসেন। তাঁদের সকলের এই মূর্তি দুটি বেশ পছন্দ হয়। ঠিক হয়, এর থেকে বড় আকারের মূর্তি বিজেপির প্রতিটি দলীয় অফিসে বসানো হবে। বিজেপি সভাপতি অমিত শাহ উত্তর প্রদেশের প্রতিটি জেলায় দলীয় অফিস খোলার নির্দেশ দিয়েছেন। রাজ্যের ৭৫টি জেলার মধ্যে ৬৪টিতে এখন সেই কাজ চলছে।

শোনা যাচ্ছে, দলীয় অফিসে এই মূর্তি তৈরির পরিকল্পনা যোগীর ওএসডি অভিষেক কৌশিকের প্রথম মাথায় আসে। তিনি জানিয়েছেন, এ জন্য রাজ্য সরকারের এক পয়সাও খরচ হবে না, গোটা ব্যয়ভার বহন করবেন বিজেপি কর্মীরা। রাজ্যে একের পর এক ভোটে হারের পর যোগীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তারই মধ্যে এভাবে অফিসে অফিসে মূর্তি বসানোর সিদ্ধান্ত বিরোধীদের আক্রমণ যে আরও তীব্র করবে তা এখনই বলা যায়।