দক্ষিণ ভারতের এক রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, তদন্ত করছে স্বরাষ্ট্রমন্ত্রক
Web Desk, ABP Ananda | 26 Feb 2018 10:59 AM (IST)
নয়াদিল্লি: দক্ষিণ ভারতের কোনও একটি রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই অভিযোগের তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কোন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে ওই রাজ্যপালকে পদত্যাগ করতে বলা হবে। এর আগে শেষবার কোনও রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল গত বছরের জানুয়ারিতে। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করতে বাধ্য হন মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ভি শনমুগণথন। তাঁর বিরুদ্ধে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান রাজভবনের শতাধিক কর্মী।