নয়াদিল্লি: ৩৪টি সংশোধনী সহ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ১ জুলাই থেকে কার্যকর হবে সপ্তম বেতন কমিশন। সংশোধনীর ফলে মানুষ উপকৃত হবেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে গিয়ে কেন্দ্রের উপর অতিরিক্ত ৩০,৭৪৮ কোটি টাকা খরচের বোঝা চাপবে। ভাতা সংক্রান্ত সুপারিশ কার্যকর করতে গিয়ে খরচ হবে আরও ১,৪৪৮ কোটি টাকা।

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়। এর ফলে সিয়াচেনে মোতায়েন সেনা জওয়ানদের ভাতা ১৪,০০০ টাকা থেকে বেড়ে হবে ৩০,০০০ টাকা। অফিসারদের ক্ষেত্রে এই ভাতা ২১,০০০ টাকা থেকে বেড়ে হবে ৪২,৫০০ টাকা। পেনশনভোগীদের চিকিৎসা ভাতা দ্বিগুণ বেড়ে হচ্ছে ১,০০০ টাকা। শুশ্রুষা ভাতা মাসে ৪,৮০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭,২০০ টাকা। অপারেশন থিয়েটারের ভাতা মাসে ৩৬০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৪০ টাকা। হাসপাতালে ভর্তি থাকা রোগীর যত্ন সংক্রান্ত ভাতা মাসে ২,০৭০ থেকে ২,১০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪,১০০ থেকে ৫,৩০০ টাকা।