নয়াদিল্লি: জেলা সমবায় ব্যাঙ্ক, বাণিজ্যিক ব্যাঙ্ক এবং পোস্ট অফিসগুলিকে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১,০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। নির্দিষ্ট সময়ের মধ্যে বাতিল জমা নিয়ে থাকলে, তবেই অবশ্য সেই নোট আরবিআই-এ জমা দিতে পারবে ব্যাঙ্কগুলি। এতদিন কেন নোটগুলি জমা দেওয়া হয়নি, সেই ব্যাখ্যাও দিতে হবে ব্যাঙ্কগুলিকে। সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হলে তবেই নোট জমা নেবে আরবিআই। গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতিল নোট জমা নেওয়ার জন্য জেলা সমবায় ব্যাঙ্কগুলিকে ১৪ নভেম্বর এবং বাণিজ্যিক ব্যাঙ্ক ও পোস্ট অফিসকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কে এই নোট জমা দেওয়ার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আজ অর্থ মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, বাতিল নোট বদল করার জন্য ব্যাঙ্কগুলিকে আরও এক মাস সময় দেওয়া হচ্ছে। এনসিপি প্রধান শরদ পওয়ার, শিবসেনা সহ বিভিন্ন দল নোট বদলের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিল। সেই দাবি মেনে নিল কেন্দ্র।