নয়াদিল্লি: মহিলা ক্ষমতায়নের ইস্যুতে রাহুল গাঁধীকে চিঠি লিখে সরকারের সঙ্গে হাত মিলিয়ে মহিলা সংরক্ষণ, তাত্ক্ষণিক তিন তালাক ও নিকাহ হালালা সংক্রান্ত তিনটি বিল সংসদে পাশ করাতে কংগ্রেসকে প্রস্তাব কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের।

কংগ্রেস সভাপতি গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যুইট করে লোকসভা ও বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ সুনিশ্চিত করার ব্যাপারে সংশ্লিষ্ট বিলটি লোকসভায় পাশ করানোর আবেদন করেন। আগামীকাল সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। রাহুল ট্যুইটে পোস্ট করা এক চিঠিতে ওই বিলে কংগ্রেসের নিঃশর্ত সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বদল ঘটানোর সময় হয়েছে, মেয়েরা সংসদ, বিধানসভায় নিজেদের প্রাপ্য স্থান গ্রহণ করুন।
তারপরই আজ কেন্দ্রীয় মন্ত্রী তাঁকে চিঠি দিয়ে বলেন, ওই তিন বিল ও জাতীয় পশ্চাত্পদ কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার বিধি অনুমোদন করতে সরকারের সঙ্গে হাত মেলাক বিরোধী দল, মহিলাদের 'নতুন ডিল' উপহার দিক।
তবে মহিলা আসন সংরক্ষণ বিলের সঙ্গে তিন তালাক ও নিকাহ হালালা বিল যুক্ত করে কংগ্রেসকে বিব্রত করাই রবিশঙ্করের কংগ্রেসকে চিঠি পাঠানোর উদ্দেশ্য বলে মত পর্যবেক্ষক মহলের।