নয়াদিল্লি: অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা না রাখলে গ্রাহকদের জরিমানা করার নির্দেশিকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পুনর্বিবেচনা করে দেখতে বলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, গ্রাহকদের অসুবিধার কথা ভেবে ওই নির্দেশিকা পুনর্বিবেচনা করুক এসবিআই। কয়েকদিন আগেই এক নির্দেশিকা জারি করে এসবিআই জানিয়েছে, আগামী পয়লা এপ্রিল থেকে মাসে প্রতিটি অ্যাকাউন্টে ন্যূনতম টাকা থাকা বাধ্যতামূলক। না হলে গুণতে হবে জরিমানা। পাশাপাশি, ব্যাঙ্ক থেকে তিনটির বেশি লেনদেনের ক্ষেত্রে চার্জ লাগবে বলে জানিয়েছে ব্যাঙ্কগুলি। সেই নির্দেশিকাও পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে চার্জ বসানোর নিয়ম ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক। গ্রাহকদের টানতে কয়েক বছর আগে এই নিয়ম স্টেট ব্যাঙ্ক তুলে নিয়েছিল।
অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে চার্জের নির্দেশিকা পুনর্বিবেচনা করতে স্টেট ব্যাঙ্ককে আর্জি কেন্দ্রের
ABP Ananda, web desk
Updated at:
06 Mar 2017 11:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -