নয়াদিল্লি: সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোনওভাবেই টেলিভিশনে কন্ডোমের বিজ্ঞাপন দেখানো যাবে না। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন চ্যানেলগুলিকে এই নির্দেশ দিয়েছে। তাদের মতে, এ ধরনের বিজ্ঞাপন অশালীন, বিশেষত ছোটদের পক্ষে। এ সব দেখলে তাদের মধ্যে অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে উঠতে পারে।
মন্ত্রক এক নির্দেশিকায় বলেছে, কিছু চ্যানেল বারবার কন্ডোমের বিজ্ঞাপন দেখাচ্ছে, অভিযোগ উঠেছে, শিশুদের ওপর এই বিজ্ঞাপন খারাপ প্রভাব ফেলবে। তাই ১৯৯৪-এর কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস প্রয়োগ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ ধরনের বিজ্ঞাপনের ব্যবহার নিষিদ্ধ করেছে তারা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বক্তব্য, কন্ডোমের বিজ্ঞাপন একটি নির্দিষ্ট বয়সের মানুষের জন্য, তা ছোটদের দেখা উচিত নয়। বিজ্ঞাপনে অশালীন, ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর কিছু দেখানো বন্ধ করতে হবে।
তবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেখানো যেতে পারে এই সব বিজ্ঞাপন। নিয়ম না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সেপ্টেম্বরে সানি লিওনের একটি কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে গুজরাতে প্রতিবাদ হয়। অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া বা এএসসিআই এ মাসের শুরুকে মন্ত্রকের কাছে আবেদন করে, এ ধরনের বিজ্ঞাপন ও সেগুলির সম্প্রচারের সময় সম্পর্কে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে। এরপরেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এ কথা।
‘অশালীন’, তাই সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দেখানো যাবে না কন্ডোমের বিজ্ঞাপন, জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2017 12:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -