নয়াদিল্লি: ইসলামি প্রচারক জাকির নায়েকের এনজিও বিদেশ থেকে কোনও অর্থ নিতে পারবে না। আইনের বিরল ধারার আওতায় গেজেট নোটিফিকেশন জারির মাধ্যমে এই মর্মে নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্র। একই সঙ্গে জাকিরের সংস্থাকে পাঠানো কোনওরকম অর্থ দেওয়ার বিষয়ে আগাম অনুমোদন নিতে বলা হয়েছে আরবিআইকে।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) কিছু নির্দিষ্ট ধারা লঙ্ঘন করেছে। এজন্য কোনও বিদেশি অনুদান গ্রহণের আগে কেন্দ্রীয় সরকারের আগাম অনুমোদন নিতে হবে।

এফসিআরএ ২০১০-এর ১১ (৩) ধারায় এ ধরনের গেজেট নোটিফিকেশন একেবারেই বিরল। সরকারি নির্দেশের মাধ্যমেও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যায় বলে সূত্রের খবর।

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে, আইআরএফ-এর কার্যকলাপে এফসিআরএ-র ধারার লঙ্ঘন ঘটেছে। এ জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার থেকে জাকিরের সংস্থার নামে আসা সমস্ত অর্থ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে আরবিআই-কে। আইআরএফ-কে এ ধরনের অর্থ দেওয়ার আগে  মন্ত্রকের অনুমতিও নিতে হবে।

জাকির ও তাঁর সংস্থার বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত চলছে। তদন্ত করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, এরইমধ্যে গতমাসে আইআরএফের এফআরসিএ লাইসেন্স পুনর্নবিকরণ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রক জয়েন্ট সেক্রেটারি জি কে দ্বিবেদী সহ আরও তিন আধিকারিককে সাসপেন্ড করেছে।

উল্লেখ্য, জাকিরের বিরুদ্ধে তরুণদের জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করার গুরুতর অভিযোগ উঠেছে। ঢাকার গুলশন ক্যাফে-তে জঙ্গি হামলার পর জাকিরের বিরুদ্ধে অভিযোগটি প্রকাশ্যে আসে। ওই হামলার এক নিহত জঙ্গি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জাকিরের উদ্ধৃতি উল্লেখ করে প্রচার চালাত বলে জানায় বাংলাদেশের একটি সংবাদপত্র।